বৃহস্পতিবার, ১০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বেতন বৃদ্ধির ভুয়া খবরে অসন্তোষ

নারায়ণগঞ্জ বিসিক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে ফতুল্লার বিসিকে গত কয়েক দিন ধরে চলমান শ্রমিক অসন্তোষ মূল ইস্যু উদঘাটিত হয়েছে। জানা গেছে, বেতন ভাতা বাড়ানো হয়েছে- এমন একটি সাদা কাগজে লিখিত শিটকে কেন্দ্র করে ওই আন্দোলন সৃষ্টি। অথচ ওই  লিখিত সাদা কাগজে নেই কারখানার নাম-ঠিকানা, মালিকের স্বাক্ষর  বা সিল । ওই শিটে লিখিত বেতন ভাতাকে কেন্দ্র করে ফতুল্লার অবন্তী কালার থেকে ওই শ্রমিক আন্দোলন সৃষ্টি করা হয়। এ নিয়ে খোদ বিব্রত চলমান আন্দোলনে নেতৃত্বে দেওয়া শ্রমিক নেতারা। একাধিক শ্রমিক নেতা জানান, বিসিকে বিভিন্ন সময় গুজবকে কেন্দ্র করে শ্রমিক আন্দোলন উসকে দেওয়া হচ্ছে। এর আগে এনআর গ্রুপে শ্রমিকের লাশ ফেলা হয়েছে বলে গুজব সৃষ্টি করা হয়। পরে দেখা যায় লাশ নেই। বেশির ভাগ শ্রমিক গুজবকে সত্যি ধরে নিয়ে রাস্তায় নেমে পড়ে। গত কয়েক দিন ধরে আন্দোলনকারী শ্রমিকরা দাবি করছেন, অবন্তী কালার কারখানা কর্তৃপক্ষ সাদা কাগজে বেতন-ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন। পুরো কাগজটিতে অপারেটর/ আয়রনম্যান লিখে বেতন ভাতা ১১ হাজার থেকে ১২ হাজার টাকা লেখা হয়েছে। সেই সাদা কাগজে নেই মালিকের কোনো স্বাক্ষর, সিল বা কোনো প্রতিষ্ঠানের নাম। অথচ টানা চারদিন এই কাগজের ওপর নির্ভর করেই আন্দোলন চলে আসছিল। ওই কাগজের ওপর ভিত্তি করেই অন্যান্য শিল্প কারখানায় শ্রমিক আন্দোলন উসকে দেওয়ার চেষ্টাও চলছিল। এক শ্রমিক নেতা জানান, সরকার ঘোষিত পে স্কেল অনুযায়ী অপারেটর ও আয়রনম্যানের বেতন ৯ হাজার ৫৭৮ টাকা। ওই অনুযায়ী মালিকপক্ষ বেতনও পরিশোধ করেছে। এছাড়া পে স্কেলের চেয়ে ৫০০ থেকে ৮০০ টাকা বেতন পরিশোধ করেছে। অবন্তী কালারের মালিক আসলাম সানি জানান, কাগজটি দেখলে যে কেউ বুঝবে এটি সাজানো। আমরা বিষয়টি ব্যবসায়িক সংগঠন ও প্রশাসনকে অবহিত করেছি। বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাতেম জানান, ওই কাগজটি এবার আন্দোলনে গুজবের মূল ইস্যু। ওই কাগজে যে একজন ডিরেক্টরের স্বাক্ষর রয়েছে বলে দাবি করা হয়েছিল তার পুরোটাই মিথ্যা। গত এক মাস আগে ওই কাগজটি নিয়ে শ্রমিকরা আমার কাছে এসেছিল। আমি সেই সময় অবন্তী কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। বিষয়টি ভুয়া আমরা প্রথম থেকেই জানি। তিনি আরও জানান, এই কাজটি একটি চক্রের শ্রমিক অসন্তোষ সৃষ্টির চেষ্টা। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে জানিয়েছি।

শিল্প পুলিশের এসপি জায়েদুল ইসলাম জানান, আমরা এ বিষয়ে কঠোর নজরদারি রাখছি। বিসিকে পুলিশের কড়া পাহারা বসানো হয়েছে। কোন রকম ছাড় দেবে না পুলিশ।

সর্বশেষ খবর