শনিবার, ১২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

লোক উঠলে কাঁপতে থাকে সেতু

বাগেরহাট প্রতিনিধি

লোক উঠলে কাঁপতে থাকে সেতু

বাগেরহাটের শরণখোলায় ঝুঁকিপূর্ণ সেতু -বাংলাদেশ প্রতিদিন

বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের প্রাণকেন্দ্র রায়েন্দা বাজারের জনগুরুত্বপূর্ণ রায়েন্দা নদীর সেতুটি এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এলজিইডির নির্মিত লোহার পিলারগুলোর অধিকাংশ নষ্ট হয়ে গেছে। লোক উঠলেই সেতুতে শুরু হয় কম্পন। প্রতিদিন ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়ে দুই পারের হাজার হাজার সাধারণ মানুষ ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা চলাচল করলেও তা মেরামত বা নতুন সেতু নির্মাণের কোনো উদ্যোগ নেই। যে কোনো সময় সেতু ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

১৯৯৭ সালে নির্মিত হয় এই সেতুটি। রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুলে প্রধান শিক্ষক মো. সুলতান আহমেদ গাজী ও রায়েন্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইয়েদুল হক জানান, সেতুটির বর্তমান যে অবস্থা তাতে ছেলেমেয়েরা পার হতে ভয় পায়। রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন ও খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, সেতুটি কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।  শরণখোলা উপজেলা প্রকৌশলী চন্দন কুমার চক্রবর্তী বলেন, এই সেতু এবং সেতুর দুই পারের সড়ক আমাদের এলজিইডির আইডি তালিকাভুক্ত না। সে কারণে এখানে কোনো বরাদ্দ দেওয়া যাচ্ছে না। এডিবি প্রকল্প ছাড়া আমাদের এটি মেরামতের সুযোগ নেই।

 

 

সর্বশেষ খবর