রবিবার, ১৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নতুন কারাগারে বন্দী স্থানান্তর

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের নতুন কারাগারে বন্দীদের স্থানান্তর করা হয়েছে। গতকাল সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্থানান্তর প্রক্রিয়া চলে। বন্দী হস্তান্তর প্রক্রিয়ার সময় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গতকাল এক হাজার ৩৮৩ বন্দীকে নতুন কারাগারে স্থানান্তর করা হয়েছে। এরমধ্যে পুরুষ এক হাজার ৩৫১ ও নারী বন্দী রয়েছেন ৩২ জন। দুই হাজার বন্দির ধারণক্ষমতা সম্পন্ন নতুন কারাগারটিতে আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে। কারা সুপার বজলুর রশীদ জানান, নতুন কারাগারটিতে এক হাজার ৫০০ পুরুষ ও ৫০০ নারী বন্দি থাকতে পারবেন। নতুন কারা হাসপাতালে থাকতে পারবেন ২৪ জন পুরুষ ও চারজন নারী। তাছাড়া এখানে ১৪ জন ডিভিশনপ্রাপ্ত বন্দিও থাকতে পারবেন। জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, নতুন কারাগারে বন্দিরা খেলাধুলা, বই পড়া ও লেখালেখি করতে পারবেন। সংশোধনাগার হিসেবেও ব্যবহৃত হবে কারাগারটি। উল্লেখ্য ব্রিটিশ আমলে নির্মিত প্রায় ৭১ বছরের পুরনো কারাগারটি অনেকটাই ছিল ঝুঁকিপূর্ণ। পুরাতন ওই কারাগারে ২৪৫ জনের স্থলে হাজারেরও বেশি বন্দী রাখা হতো।

সর্বশেষ খবর