সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
বাবা হত্যার বিচার দাবি

মানববন্ধনে পাঁচ বছরের শিশু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মানববন্ধনে পাঁচ বছরের শিশু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার হারুন মিয়া (৫৫) হত্যার বিচার দাবিতে গতকাল মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলা সদরের স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে শত শত মানুষের সঙ্গে রাস্তায় দাঁড়িয়েছে হারুনের পাঁচ বছরের শিশুকন্যা হাফসা। কর্মসূচিতে আরও অংশ নেন হারুনের স্ত্রী হাসিনা, ছেলে আলমগীরসহ স্বজনরা।

বক্তারা জানান, হারুন মাদক ও চোরাকারবারীদের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে দিতেন। সেজন্য তাকে হত্যা করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচার দাবি করেন তারা। হারুনের ছেলে আলমগীর জানায়, তার বাবাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আমরা হত্যায় জড়িতদের বিচার চাই’। পুলিশ জানায়, হারুন হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে। উল্লেখ্য গত বছরের ৫ সেপ্টেম্বর কসবার কালতা ও চকবস্তা এলাকার মাঝামাঝি স্থানে রেললাইনের পাশ থেকে হারুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা করেন হারুনের স্ত্রী।

সর্বশেষ খবর