মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বাঁধে বন্ধ চাষাবাদ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বাঁধে বন্ধ চাষাবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় নালার মুখ বন্ধ করে বাঁধ -বাংলাদেশ প্রতিদিন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামে নালার মুখে বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে নালার আশপাশে সৃষ্টি হয়ে জলাবদ্ধতা। ফলে প্রায় এক হাজার একর জমি চাষ করতে পারছেন না কৃষকরা। এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সরজমিনে দেখা গেছে, আখাউড়া পৌর এলাকার বড় বাজার থেকে বরিশল গ্রাম শুরু। সড়কপথে একটি সেতু পার হয়েই বিশাল এলাকাজুড়ে কৃষি জমি। তবে সব জমিই পড়ে আছে অনাবাদি। জমির মধ্যদিয়ে বয়ে যাওয়া নালার মুখে বাঁধ দেওয়ায় পানি জমে গেছে। নালাটি যেখানে গিয়ে তিতাস নদীতে মিশেছে সেখানেই বাঁধ দেওয়া হয়েছে। বরিশল গ্রামীণ বাংলা মৎস্য সমবায় সমিতির সভাপতি বিল্লাল হোসেন জানান, শ্যামনগর গ্রামের হুমায়ুন কবির নামে এক ব্যক্তি ওই এলাকার কিছু জমি লিজ নিয়েছেন। লিজ নেওয়া জমি ভরাটের উদ্দেশ্যে তিনি নালার মুখ বন্ধ করে দিয়েছেন। যে কারণে আশপাশের জমিতে পানি জমে আছে। স্থানীয় বাসুদেব ইউনিয়নের ওয়ার্ড সদস্য রমজান আলী গন্দু বলেন, ‘ওই এলাকায় আমারও জমি আছে। আমরা এখানে চাষ করতে পারছি না। বিষয়টি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানাই’। অভিযুক্ত হুমায়ুন কবির বলেন, ‘পাশের কিছু জমি বালু দিয়ে ভরাট করা হচ্ছে। বালুর সঙ্গে মিশ্রিত পানি যেন অন্য জমিতে না যেতে পারে সে কারণে এখানে বাঁধ দেয়া হয়েছে’। জমি ভরাটের পর বাঁধ কেটে দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল জানান, এ ধরনের কোনো অভিযোগ পেয়েছি কিনা এই মুহূর্তে মনে করতে পারছি না। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর