বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

জমজমাট মারবেল মেলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

জমজমাট মারবেল মেলা

মারবেল খেলায় অংশ নেন সব শ্রেণির মানুষ -বাংলাদেশ প্রতিদিন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রামানন্দেরআঁক গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল ২৩৯ বছরের ঐতিহ্যবাহী মারবেল মেলা। মেলা নামকরণ হলেও এখানে মূলত মারবেল খেলা এবং মারবেল বেচাকেনা হয় জমজমাট। মারবেল মেলা ঘিরে গতকাল দিনভর রামানন্দেরআকসহ আশপাশের গ্রামেও ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। স্থানীয় বাসিন্দা ছাড়াও আত্মীয়-স্বজন আসেন মারবেল মেলায় অংশ নিতে। মেলা পরিণত হয় মিলনমেলায়।

স্থানীয় প্রবীণ আশুতোষ দাস জানান, মাঠ-ঘাট যাওয়ায় শীত মৌসুমে তাদের পূর্ব পুরুষরা মারবেল খেলতেন। পরবর্তী প্রজন্মও সেই ঐতিহ্য ধরে রেখেছে। দিনে দিনে মারবেল খেলাই মারবেল মেলায় পরিণত হয়েছে। প্রায় পাঁচ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বসে মারবেল খেলার আসর। মেলাজুড়ে ছিল পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর