Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৭ জানুয়ারি, ২০১৯ ০১:২৬
১৪ দিন পর লাশ উদ্ধার
হত্যার পর ইট বেঁধে লাশ ফেলে নদীতে
গাজীপুর প্রতিনিধি

নিখোঁজের ১৪ দিন পর গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজ বোরহান উদ্দিনের লাশ গতকাল উদ্ধার করছে ডুবুরিরা। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- ওই এলাকার পরিমল ও অলক। নিহত বোরহান উদ্দিন কালীগঞ্জের দক্ষিণ নারগানা গ্রামের আলী আজমের ছেলে। পুলিশ জানায়, গত ২ জানুয়ারি রাতে মাছ ধরতে নৌকা ও জাল নিয়ে বোরহান শীতলক্ষ্যা নদীতে যান। পরদিন বাড়ি না ফেরায় স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজ নেয়। কোথাও সন্ধান না পেয়ে তার স্ত্রী ৭ জানুয়ারি কালীগঞ্জ থানায় জিডি করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিমল ও অলক জানায়, নিখোঁজের রাতে নৌকায় ঘুমন্ত অবস্থায় শাবল দিয়ে মাথায় আঘাত করে বোরহানকে তারা হত্যা করে। পরে লাশের সঙ্গে ইট বেঁধে জাল পেঁচিয়ে নৌকাসহ নদীতে ডুবিয়ে দেয়। এক বছর আগে পরিমলের নৌকা ও জাল চুরির ঘটনায় বোরহান জড়িত ছিলেন এমন সন্দেহ থেকে তারা এ ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করেছে।

এই পাতার আরো খবর
up-arrow