শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পাহাড় কাটার মহোৎসব

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

পাহাড় কাটার মহোৎসব

টাঙ্গাইলের সখীপুরে ভেকু দিয়ে কাটা পাহাড় -বাংলাদেশ প্রতিদিন

টাঙ্গাইলের সখীপুরে বনাঞ্চল ধ্বংস করে ভেকু দিয়ে মাটি কাটার উৎসব চলছে। উপজেলার ফরেস্ট বিভাগের নয়টি বিটের বিভিন্ন এলাকায় চলছে এ উৎসব। এ সব এলাকায় বনের জমিতে বাড়ি নির্মাণ, পুকুর কাটা, নিচু জমি ভরাট করাসহ নানা উপায়ে বন উজাড় করে জমি দখল চলছে। এভাবে বনের জমি থেকে মাটি কাটা হলে সখীপুর থেকে শাল-গজারি ও সামাজিক বন বিলুপ্ত হয়ে যাবে এবং পরিবেশের ওপর ব্যাপক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বহেড়াতৈল রেঞ্জকর্মকর্তা আলাল উদ্দিন বলেন, মাটি কাটার সংবাদ পেলে সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেই। সখীপুরের অনেক জমিই ব্যক্তি মালিকানা রয়েছে সেখানে আমাদের কিছু করার নেই। এ ছাড়া আমাদের জনবল সংকট রয়েছে। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর