শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সীমান্তে হত্যা বন্ধে ঐকমত্য

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান রোধে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়েছে। গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যালয় চত্বরে গতকাল এ বৈঠক হয়। এতে সীমান্তে মাদক, অস্ত্রসহ অবৈধ পণ্য চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবি-বিএসএফ ঐকমত্য পোষণ করে। এ জন্য দুই বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে বলেও ঘোষণা দেয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মুশফিকুর রহিমের নেতৃত্বে রাজশাহী-১ ব্যাটালিয়ন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল তাজুল ইসলামসহ ২০ সদস্যের দল অংশ নেয়। বিএসএফের ২০ সদস্যের দলের নেতৃত্বে ছিলেন বহরমপুর ক্যাম্পের সেক্টর কমান্ডার কুনাল মজুমদার।

সর্বশেষ খবর