Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ২০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৯ জানুয়ারি, ২০১৯ ২২:৫২
‘আমড়া খেয়ে’ ভাইয়ের মৃত্যু বোন অসুস্থ
নাটোর প্রতিনিধি

সিংড়ায় কুড়িয়ে পাওয়া ‘আমড়া খেয়ে’ আব্দুল্লাহ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছে আব্দুল্লাহর সাত বছর বয়সী বোন ফাতেমা। শিশু আব্দুল্লাহ সিংড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খাদেম সোহেল রানার ছেলে। জানা যায়, গতকাল ফাতেমা বাড়ির পাশে তার ভাই আব্দুল্লাহকে নিয়ে খেলছিল। এ সময় সময় গাছের নিচে একটি আমড়া কুড়িয়ে পায় ও ভাইবোন মিলে আমড়াটি খায়। এর পরই তারা অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই মারা যায় আব্দুল্লাহ। ফাতেমাকে সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্সে  নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ফাতেমাকে বাড়ি পাঠিয়ে দেন চিকিৎসক।

up-arrow