রবিবার, ২০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পরিদর্শন দলের ওপর দস্যুর হামলা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বাঘায় পদ্মা নদীর বালুঘাট পরিদর্শনে গিয়ে বালুদস্যুদের হামলার শিকার হয়েছেন উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বধীন একটি দল। আহত হয়েছেন- সহকারী কমিশনার ইমরুল কায়েস, তার নিরাপত্তা প্রহরী পলিন ও গাড়িচালক রাজু। ইমরুল কায়েস ও রাজুকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। গুরুতর আঘাতপ্রাপ্ত পলিনকে পাঠানো হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। বাঘা উপজেলার হরিরামপুর পদ্মা নদীর বালু মহালে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই পালিয়ে যায় দস্যুরা।

রাজশাহী পুলিশ সুপার মো. শহিদুল্লাহ, বাঘার ইউএনও শাহীন রেজা ও থানার ওসি মহসিন আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের বলেন, অপরাধীরা পার পাবে না। দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর