সোমবার, ২১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সীমান্তে খোলা আকাশের নিচে ৩১ রোহিঙ্গা

পতাকা বৈঠকে সুরাহা হয়নি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

কসবা কাজিয়াতলী ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় গত দুই দিন ধরে ৩১ জন রোহিঙ্গা অবস্থান করছে। তীব্র শীতের মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান করায় অনেকে অসুস্থ হয়ে পড়েছে। প্রচ  শীত ও ঘন কুয়াশার মধ্যে ধানের চারা জমিতে কাদার মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের। এ বিষয়ে গতকাল দুই দফা বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। তবে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। ঘটনা সম্পর্কে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম মান্নান জাহাঙ্গীর জানান, শুক্রবার রাত থেকে বাংলাদেশ-ভারত সীমান্তের ২০২৯ পিলারের কাছে ৩১ রোহিঙ্গা ভারতীয় অংশে অবস্থান করছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের বাংলাদেশে পুশ করার চেষ্টা করছে। এ ঘটনায় সীমান্তে সতর্ক অবস্থান নেয় বিজিবি। তারা টহল বৃদ্ধির পাশাপাশি কয়েক দফা পতাকা বৈঠক করে। এদিকে রোহিঙ্গারা খোলা আকাশের নিচে অবস্থান নেওয়ার কারণে অনেকেই শীতজনিত অসুস্থতায় ভুগছে বলে জানা গেছে। তিনি জানান, সকালে ভারতীয় সীমান্তরক্ষীরা তাদের খাবার সরবরাহ করেছে বলে নিশ্চিত করেন ইউপি চেয়ারম্যান। ৩১ জন রোহিঙ্গার মধ্যে ৬ জন নারী, ৮ জন পুরুষ এবং ১৭ জন শিশু। এ ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নাম প্রকাশ না করার শর্তে বিজিবির এক শীর্ষ কর্মকর্তা জানান,  রোহিঙ্গা বিষয়ে যাচাই-বাছাই চলছে। তারা আসলে কোন দেশের নাগরিক এ ব্যাপারে বিএসএফের সঙ্গে পুনরায় বৈঠক হবে।

রোহিঙ্গারাদের অবস্থান সম্পর্কে ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক  লে. কর্নেল গোলাম কবীর জানান, সীমান্তের শূন্যরেখায় অবস্থানকারীরা বাংলাদেশের নাগরিক নয় বিধায় আমরা তাদের গ্রহণ করতে পারিনি। আমরা আবার বৈঠকে বসব। পরবর্তী সিদ্ধান্ত  বৈঠকের পর জানানো হবে।

সর্বশেষ খবর