সোমবার, ২১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

কঠোর নিরাপত্তায় শুরু হাবিপ্রবির ভর্তি পরীক্ষা

দিনাজপুর প্রতিনিধি

কঠোর নিরাপত্তায় গতকাল হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও পুরো ক্যাম্পাস নিয়ে আসা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। ভর্তিচ্ছুদের মনে উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে। ভর্তিপরীক্ষা চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। আন্দোলনরতদের একাংশ প্রগতিশীল শিক্ষক ফোরামের শিক্ষকরা পরীক্ষা কার্যক্রম থেকে বিরত ছিল। হাবিপ্রবির গণসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার জানান, ভর্তিপরীক্ষায় আবেদন করা শিক্ষার্থীদের ৬৫ শতাংশ অংশ নিয়েছে। বিদেশি কোটায় সাতটি দেশের ৫০ শিক্ষার্থী এখানে ভর্তি করা হবে। উল্লেখ্য, শিক্ষকদের একাংশের আন্দোলনকে কেন্দ্র করে হাবিপ্রবির ভর্তিপরীক্ষা দুই দফা পেছানো হয়েছিল।

সর্বশেষ খবর