সোমবার, ২১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এক পলক

ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

রাঙামাটির বাঘাইছড়িতে গতকাল দুপুরে সেচের পানির ড্রেনে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু নাম সুমাইয়া আক্তার (২)। সে বাঘাইছড়ি উপজেলার পুরাতন মারিশ্যা এলাকার আজিজুল ইসলামের  মেয়ে। জানা যায়, পুরাতন মারিশ্যা এলাকায় একটি সেচ প্রকল্প রয়েছে। সেচের ড্রেনের পাশে খেলছিল সুমাইয়া। হঠাৎ তাকে খুজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে সেচের ড্রেনের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা স্বজনদের জানায়।

-রাঙামাটি প্রতিনিধি

মহাসড়ক সংস্কার দাবি

চাঁদপুর-রায়পুর সীমান্ত এলাকায় আধ কিলোমিটার মহাসড়ক সংস্কারের দাবিতে গতকাল মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। দ্রুত সড়কটি সংস্কার করার উদ্যোগ নিতে সরকারের কাছে দাবি জানান তারা। বলা হয়, এক বছর ধরে সড়কটি সংস্কার করার জন্য ভেঙে রাখার কারণে দুর্ভোগ বেড়েছে। সড়কটির বেহাল দশার কারণে কয়েকটি দুর্ঘটনায় শিক্ষার্থীসহ যাত্রী আহত হয়েছেন।-চাঁদপুর প্রতিনিধি

১৩ মণ জাটকা জব্দ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীতে গতকাল কোস্টগার্ড ও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে ১৩ মণ জাটকা ইলিশ ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে। জব্দ জাটকা বিভিন্ন এতিমখানা, গরিব ও দু:স্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। জাটকা ও নৌকার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।-রায়পুর প্রতিনিধি

ইয়াবাসহ দম্পতি আটক

নগরীর পাহাড়তলী থানার এ. কে. খান এলাকা থেকে শনিবার দিবাগত রাতে পাঁচ হাজার ৩০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- মো. কামাল ও তার স্ত্রী জুথি বেগম।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মাশকুর রহমান জানান, কামাল ও জুথি রাতে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় ওই রাস্তায় র‌্যাবের নিয়মিত টহল গাড়ি দেখে তারা পালানোর চেষ্টা করে। তখন ধাওয়া দিয়ে দুজনকে ধরে আটক করা হয়। তাদের শরীর তল্লাশি করে ইয়াবা পাওয়া যায়। আটক দম্পতির বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা করা হয়েছে।-নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর