সোমবার, ২১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

‘সারা দেশে হবে ৪৩৪ ফ্লাডশেড’

শরিফুল ইসলাম সীমান্ত, জাবি

ঢাকা-১৯ আসনের এমপি ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন- ‘সারা দেশে ৪৩৪টি ফ্লাডশেড এবং দেড় হাজার ‘মুজিব কেল্লা’ নির্মাণ করা হবে। বন্যার সময় ফ্লাডশেডগুলোতে জনগণ আশ্রয় নেবে। প্রতি পাঁচ একর জায়গা পাহাড়ের মতো উঁচু করে দেওয়া হবে। এগুলোর নামকরণ করা হবে ‘মুজিব কেল্লা’। বন্যার সময় কবলিত এলাকার জনগণ সেখানে গবাদিপশুসহ অবস্থান করবে। ইতিমধ্যে এ লক্ষ্যে দেড় হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ফেব্রুয়ারিতে কাজ শুরু হবে।’ আশুলিয়ার সিটি ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ডা. এনাম এবং ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান টাঙ্গাইল-৬ আসনের এমপি আহসানুল ইসলাম টিটুকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

ডা. এনাম বলেন- আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছে- বাংলার মাটিতে কোনো গৃহহীন থাকবে না। সে লক্ষ্যে সারা দেশে ৬৪ হাজার ঘর নির্মাণ করা হবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা মকবুল হোসেন, উপাচার্য শাহ ই আলম, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান গোলাম ফাতেমা তাহেরা খানম।

সর্বশেষ খবর