মঙ্গলবার, ২২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় নিহত ১২

প্রতিদিন ডেস্ক

নোয়াখালী, মাগুরা, চট্টগ্রাম, বগুড়া, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, ফরিদপুরের ভাঙ্গা ও লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষর্থীসহ ১২ জন নিহত হয়েছেন। এরমধ্যে নোয়াখালীতেই মারা গেছেন চারজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- নোয়াখালী : বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুরে বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ দুজন। নিহতরা হলেন- জামাল হোসেন, নাযিমুল হক, ও লাভলি বেগম। অপরজনের পরিচয় জানা যায়নি। মাগুরা : সদর উপজেলার নলদাহ গ্রামে সকালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তমাল বিশ্বাস (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। অন্যদিকে মাগুরা-ফরিদপুর সড়কের লক্ষ্মিকান্দর এলাকায় বাসচাপায় মারা গেছেন আপন বিশ্বাস (৫) নামে এক শিশু নিহত হয়েছেন। বগুড়া : শাজাহানপুরের বেতগাড়ি এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে বাসের ধাক্কায় আফসার আলী প্রামাণিক নামে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। এছাড়া ধুনটে অটোভ্যান-ভটভটি সংঘর্ষে অজ্ঞাত নারী (৪৫) নিহত হয়েছে। চট্টগ্রাম : রাউজানে বাসের ধাক্কায় মারা গেছেন রেশমা আকতার নামে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। রেশমা রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের মনির হোসেনের মেয়ে। উপজেলা পরিষদ ভবনের সামনে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ১১ মাইল নামক স্থানে গতকাল বিকালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্থানীয় তাঁতী লীগ নেতা লিটন আহমেদ (২৩) নিহত ও তার ভাই নয়ন গুরুতর আহত হয়েছেন। ঝিনাইদহ : জেলা সদরে সড়ক দুর্ঘটনায় শিমুল ম-ল নামে এক আলম সাধু চালক নিহত হয়েছেন। শিমুল বাড়িবাথান গ্রামের খোকন মন্ডলের ছেলে। ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়া বাসস্ট্যান্ডে গতকাল ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। নিহতের নাম রবিন (২৮)। আহত সাব্বিরের বাড়ি মাদারীপুরের কালকিনী। লক্ষ্মীপুর : যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন। রায়পুর-ঢাকা মহাসড়কের যাদৈয়া নামক এলাকায় গতকাল এ দুঘূটনা ঘটে। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর