Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ২৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২২ জানুয়ারি, ২০১৯ ২২:৪৫
গৃহবধূ হত্যায় চার ভাইয়ের মৃত্যুদন্ড
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ শহরের মুজিব সড়ক মহল্লার গৃহবধূ সুমি রানী হত্যা মামলায় তার স্বামী ও স্বামীর তিন ভাইকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা হরা হয়। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির গতকাল এ রায় দেন। মৃতদন্ড প্রাপ্তরা হলেন- সুমির স্বামী সুবির কুমার, তার ভাই ডা. সুশীল কুমার, সুনীল কুমার ও মনোরঞ্জন কুমার রায়। সব আসামি পলাতক।

মামালার নথি থেকে জানা যায়, ১৯৯৯ সালে সুবীর কুমারের সঙ্গে টাঙ্গাইল শহরের সাহাপাড়ার গোপীনাথ বিশ্বাসের মেয়ে সুমী রানীর বিয়ে হয়। বিয়ের সময় সুবীর পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করলে শ্বশুরবাড়ি থেকে আড়াই লাখ টাকা দেওয়া হয়। বাকি টাকা না পেয়ে সুবীর ও তার স্বজনরা ২০০১ সালে ১২ জানুয়ারি সুমিকে হত্যা করে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে বলে থানায় জিডি করেন। ময়নাতদন্ত প্রতিবেদনে সুমিকে গলাটিপে হত্যা করা হয়েছে প্রমাণিত হওয়ায় সদর থানা পুলিশ উই বছরের ১৫ জানুয়ারি সুবিরসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। মামলার পর থেকেই আসামিরা পলাতক রয়েছে। ১২ জন স্বাক্ষীর সাক্ষ্য ও প্রমাণ শেষে আদালত চার আসামিকেই ফাঁসির আদেশ দেন।

up-arrow