বুধবার, ২৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সারাদেশে নদীভাঙন রোধে কাজ করা হবে

------- পানি সম্পদ উপমন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি

আগামী বর্ষায় যাতে দেশের আর কোথাও নদী ভাঙন না হয় সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম। গতকাল দুপুরে রাজবাড়ীর সদর উপজেলার চার দশমিক পাঁচ কিলোমিটার এলাকায় ৩৪১ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর তীর সংরক্ষণ কাজ দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। সকালে উপ-মন্ত্রী পাটুরিয়া ঘাট থেকে নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শুরু করেন। মন্ত্রী প্রায় তিন ঘণ্টা নৌকায় ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেন। পরে দুপুরে রাজাবাড়ীর সদর উপজেলার গোদার বাজার এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। উপ-মন্ত্রী এনামুল হক শামীম বলেন, আগামী বর্ষায় যাতে আর কোথাও নদী ভাঙন না হয় সেজন্য কাজ করা হবে।

সর্বশেষ খবর