বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ছাত্র আন্দোলনের মুখে স্থগিত শিক্ষক সমিতির নির্বাচন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পাবনা প্রতিনিধি

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবিতে ডাকা ছাত্র আন্দোলনের মুখে স্থগিত করা হয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভোট গ্রহণের পূর্বনির্ধারিত সময় থাকলেও নির্বাচন কমিশন তা স্থগিত করেন। পাবিপ্রবি শিক্ষক সমিতি নির্বাচন-২০১৯ এর প্রধান নির্বাচন কমিশনার রাশেদুল ইসলাম বলেন, সব প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু করার কথা থাকলেও সাড়ে ৯টার দিকে এসে আমরা ক্যাম্পাসে ঢুকতে পারিনি। এক সপ্তাহ আগে এক ছাত্রীর মেসে ঢুকে বখাটেরা তার শ্লীলতাহানির চেষ্টা চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে প্রক্টরিয়াল বডির অপসারণ দাবিতে আলটিমেটাম দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি আমলে না নেওয়ায় তারা গতকাল থেকে ধর্মঘটের ডাক দিয়ে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনসহ সব ভবনে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করছে। উদ্ভুত পরিস্থিতিতে নির্বাচন কমিশন নির্বাচনটি সাময়িকভাবে স্থগিত করেছি। ভাইস চ্যান্সেলর ড. রোস্তম আলী ফরাজী বলেন, ‘নির্বাচনের বিষয়টি আমার জানা নেই, আর এখানে আমার সমর্থিত কোনো প্যানেলও নেই।’ আর সাধারণ শিক্ষার্থীরা প্রক্টরসহ প্রক্টরিয়াল বডিকে অযোগ্য আখ্যায়িত করে তাদের পদত্যাগ দাবিতে আন্দোলন করছে। কেন তারা এই কাজ করছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

 

সর্বশেষ খবর