বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পশুর চ্যানেলে বলগেট ডুবি

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনের পশুর চ্যানেলে বালুবোঝাই একটি বলগেট ডুবির ঘটনা ঘটেছে। প্রচ- স্রোতে নোঙরের শিকল ছিঁড়ে  পেছনে থাকা অপর আরেকটি নৌযানের সঙ্গে ধাক্কা লেগে মঙ্গলবার রাতে ডুবে যায় এমবি জুবায়ের নামের এই বলগেটটি। বলগেট উদ্ধারে গতকাল বিকাল পর্যন্ত কাজ শুরু করেনি মালিকপক্ষ। মোংলা বন্দরের অদূরে বলগেট ডুবির ঘটনায় পশুর চ্যানেলে জাহাজ চলাচল বাঁধাগ্রস্ত হবে কিনা তা নিশ্চিত করতে পারেনি বন্দর কর্তৃপক্ষ। দুর্ঘটনা কবলিত বলগেটের ইঞ্জিন ও ট্যাংক থেকে তেল ছড়িয়ে পড়ায় পরিবেশের ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি বাহারুল ইসলাম বাহার জানান, সুনামগঞ্জ থেকে বালু নিয়ে এমবি জুবায়ের খুলনা যাওয়ার পথে মঙ্গলবার রাতে মোংলা বন্দরের পশুর নদীর বানীশান্তা এলাকায় নোঙর করে। গভীর রাতে স্রোতের টানে নোঙরের শিকল ছিঁড়ে  পেছনে থাকা একটি টাগ বোটের সঙ্গে ধাক্কা লেগে বলগেটটি ডুবে যায়। বলগেটে থাকা ৯ জন স্টাফ সাঁতরিয়ে পাশের নৌযানে উঠতে সক্ষম হয়েছেন।

 

সর্বশেষ খবর