শনিবার, ২৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির মাছ

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ার গুড়নই নদীতে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ। জেলেদের জালে গতকাল সকালে মাছটি ধরা পড়ে। পরে সিংড়া বাসস্ট্যান্ড-সংলগ্ন মৎস্য আড়তে বিক্রয়ের জন্য আনা হয়। এ সময় মাছটি দেখতে ভিড় করে উৎসক জনতা। ইশান মৎস্য আড়তের স্বত্বাধিকারী সোহেল তালুকদার বলেন, মাছটি নদীতে অবমুক্ত করার জন্য তিনি ৩০০ টাকায় জেলেদের কাছ থেকে কিনে নিয়েছেন।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, এটা কোনো সামদ্রিক মাছ। এ ধরনের মাছ এর আগে কখনো চলনবিলে বা আড়তে দেখা যায়নি। সিংড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, এটা ‘সাকার ফিশ’। মূলত এটা সাউথ আমেরিকান ফিশ। এক সময় এই মাছ বাংলাদেশে দেখা যেত।

সর্বশেষ খবর