রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

৯ মাস পর ফিরল ২০০ পরবার

হত্যার জেরে বাড়িছাড়া

নড়াইল প্রতিনিধি

একটি খুনের জেরে নড়াইলের লোহাগড়া উপজেলার পার-মলিকপুর  গ্রামের বাড়িছাড়া দুই শতাধিক পরিবার ৯ মাস পর গতকাল নিজ নিজ বাড়িতে ফিরেছে। দীর্ঘদিন পর পরিবার-পরিজন নিয়ে বাড়িতে ফিরতে পেরে খুশি তারা। এ উপলক্ষে শনিবার বিকালে পুলিশ প্রশাসনের উদ্যোগে পার মলিকপুর গ্রামের  বিবদমান দুই গ্রুপের বিরোধ নিরসনের জন্য স্থানীয় ফুটবলমাঠে সম্প্রীতির বন্ধন বিষয়ক সভা আয়োজন করা হয়। মলিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ শামসুল হক কচির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার জসিমউদ্দিন, লোহাগড়া সহকারী কমিশনার (ভূমি) এমএম আরাফাত হোসেন, ওসি প্রবীর বিশ্বাস প্রমুখ। পুলিশ সুপার জানান, ওই গ্রামের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে নিজ গ্রামে বসবাস করতে পরে এ জন্য সম্প্রীতির বন্ধন করে দুই পক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। আশা করি উভয়পক্ষ মিলেমিশে গ্রামে বসবাস করবেন।

উল্লেখ্য, উপজেলার পার মলিকপুর গ্রামে দীর্ঘদিন ধরে হেমায়েত হোসেন হিমু ও  উজ্জ্বল ঠাকুর গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। একে কেন্দ্র করে ২০১৮ সালে সংঘর্ষে উজ্জ্বল ঠাকুর সমর্থক খায়ের মৃধা নিহত হন। এ ঘটনায় হমলা হলে আসামিপক্ষের ২০০ পরিবার বাড়িছাড়া হয়। তাদের বাড়িঘর ভাঙচুর এবং আসবাবপত্র, গরু-ছাগল ও ফসল লুটপাট করা হয়। ভুক্তভোগী এ সব পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের এব বিভিন্ন এলাকায় বাসা ভাড়া করে বসবাস করে আসছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর