রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রোগীর মাকে চিকিৎসকের মারধর, উত্তেজনা

বরিশাল শেরেবাংলা মেডিকেল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মাকে মারধরের অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে। হাসপাতালের শিশু ওয়ার্ডে গতকাল এ ঘটনা ঘটে। মারধরের শিকার চাঁদনী বেগম সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের বাসিন্দা। তার তিন বছরের বয়সী শিশুপুত্র হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন। চাঁদনী জানান, ওই ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার ডা. শিবলি ও ডা. হাসান ভূঁইয়া ফয়সাল চুলের মুঠি ধরে তাকে মারধর করেছেন। এ সময় শিশু বিভাগের প্রধান ডা. অসীম কুমার সাহা তাকে গালগাল করেন। চাঁদনী বেগম বলেন, চিকিৎসকদের পা ধরে মাফ চাইলেও নির্যাতন থেকে রেহাই পাননি তিনি। শিশুর নানা হারুন জানান, তার নাতি আলিফকে শুক্রবার রাতে শেবাচিম হাসপাতালে নিলে প্রথমে তাকে শিশু সার্জারি বিভাগে ভর্তি করে । পরে পাঠানো হয় শিশু ওয়ার্ডের ডায়রিয়া বিভাগে। ডায়রিয়া ওয়ার্ড রোগী গ্রহণ না করে আবার সার্জারি বিভাগে পাঠায়। এভাবে ঘোরাঘুরিতে অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে হাসপাতালটি ‘পাগলা গারদ’ বলে মন্তব্য করেন। এ কথা বলায় কয়েকজন চিকিৎসক আলিফের মাকে মারধর করেন। শিশু বিভাগের প্রধান সেখানে উপস্থিত থাকলেও তিনি চিকিৎসকদের পক্ষ নেন। রোগীর স্বজনকে মারধরের অভিযোগ অস্বীকার করে হাসপাতালের পরিচালক ডা. বাকীর হোসেন বলেন, নার্সের ভুলের জন্য রোগী ও চিকিৎসকদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। ডায়রিয়া ওয়ার্ডের নার্স চিকিৎসকের সঙ্গে পরামর্শ না করেই সার্জারি বিভাগ থেকে আসা রোগীকে আবার ফেরত যেতে বলে। বারবার ঘোরাঘুরিতে শিশুটির অভিভাকরা নার্সদের সঙ্গে বাদানুবাদে জড়ান।

সর্বশেষ খবর