শনিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এক পলক

পোশাক শ্রমিককে তুলে নিয়ে দুই পায়ে গুলি

 আশুলিয়ার জামগড়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ার  জাহিদুল ইসলাম নামে এক শ্রমিককে তুলে নিয়ে তার দুই পায়ে গুলি করেছে মাদক ব্যবসায়ীরা। গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জাহিদুল ইসলামের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলা। তিনি বর্তমানে আশুলিয়ার পলাশবাড়িতে উইলিয়ামস স্যুয়েটার কারখানায় সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন। -সাভার প্রতিনিধি

হামলায় কার্গো মালিক নিহতের ঘটনায় মামলা

বরিশালের মুলাদীতে জেলেদের মারধরে জয়ন্তি নদীতে পড়ে কার্গো মালিক ছিডু খান নিহতের ঘটনায় মামলা হয়েছে। নিহতের ভাই দুলাল বৃহস্পতিবার মুলাদী থানায় মামলাটি করেন। মৃত সিডু খান চাঁদপুরের মতলব থানার সিকিরচর গ্রামের রুস্তুম আলীর ছেলে। মামলার নামধারী তিন আসামি হলেন- জেলে আরিফ মুন্সী, আল আমিন মুন্সী ও মোস্তফা মুন্সী।

-নিজস্ব প্রতিবেদক, বরিশাল

২৮ ফেব্রুয়ারি আমতলী পৌরসভা নির্বাচন

বরগুনার আমতলী পৌরসভা নির্বাচন ২৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার মেয়র পদে আওয়ামী লীগের মতিয়ার রহমান এবং স্বতন্ত্র জিল্লুর রহমান, মোশারেফ হোসেন ও চাঁন গাজী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৩ ফেব্রুয়ারি বাছাই, ১০ ফেব্রুয়ারি প্রত্যাহার এবং ভোটগ্রহণ ২৮ ফেব্রুয়ারি। -বরগুনা প্রতিনিধি

আইনজীবী সমিতির নির্বাচন

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিসহ চারটি পদে জয়ী হয়েছেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থীরা। আর সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে জয় পেয়েছে বিএনপি সমর্থিত প্যানেল। সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ওসমান গনি-১। সাধারণ সম্পাদক নির্বাচিত হন কামরুজ্জামান মামুন।

-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বগুড়া প্রেস ক্লাবের কমিটি

বগুড়া প্রেস ক্লাবের নির্বাচনে মোজাম্মেল হক লালু সভাপতি ও মাহমুদুল আলম নয়ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ শেষে রাতে ফল  ঘোষণা করা হয়।

-নিজস্ব প্রতিবেদক, বগুড়া

পরিচ্ছন্নতা অভিযান

গাজীপুরের টঙ্গী ৪৯ নম্বর ওয়ার্ড এরশাদ নগর এলাকায় গতকাল সকালে নগর পরিচ্ছন্ন অভিযান উপলক্ষে  সিটি করপোরেশনের উদ্যোগে র‌্যালি ও সভা হয়েছে। র‌্যালিটি বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে স্থানীয় কাউন্সিলর মো. ফারুক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন  টঙ্গী জোনের নির্বাহী পরিচালক কেএম জহুরুল আলম। অন্যদের মধ্যে বক্তৃতা করেন মোখলেছুর রহমান ভূইয়া, কামরুল হাসান দিপ, জাবেদ ইকবাল, চাঁন মিয়া প্রধান ও  আ. রহিম প্রমুখ। -টঙ্গী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর