রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

যুবলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী শহর যুবলীগ সভাপতি দিদারুল হক সরকার বিপ্লবের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ উঠেছে। বৌয়াকুড় এলাকায় কোঠাবাড়ী কনস্ট্রাকশন আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ হোসেন গতকাল এ অভিযোগ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটের চেয়ারম্যান হান্নান মিয়া ও আবদুল আহাদ।

লিখিত বক্তব্যে ফরহাদ হোসেন বলেন, প্রতিষ্ঠানটি নরসিংদী শহরের উন্নয়নের অংশ হিসেবে একাধিক বহুতল ভবন নির্মাণ করছে। এরই ধারাবাহিকতায় বৌয়াকুড় স্টেশন রোডে একটি ১০ তলা ভবন নির্মাণের কাজ শুরু করে। কাজ শুরুর পর সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম হীরুর ভাতিজা যুবলীগ নেতা বিপ্লব প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের কাছে ৫০ লাখ টাকা এবং বিনামূল্যে একটি দোকান দাবি করেন। ফরহাদ হোসেন বলেন, বিষয়টি সাবেক প্রতিমন্ত্রীকে জানিয়েও প্রতিকার হয়নি। এই অবস্থায় চাঁদাবাজি ও অত্যাচার থেকে মুক্তি পেতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তিনি। অভিযোগ অস্বীকার করে বিপ্লব বলেন, কোঠাবাড়ীর জমি বরাদ্দসহ সব কর্মকা- আমি সমাধান করে দিয়েছি। এখন তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। 

সর্বশেষ খবর