সোমবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

শিবপুরে পুড়ল জুট মিল

প্রতিদিন ডেস্ক

নরসিংদীর শিবপুরে মদিনা জুট মিলে অগ্নিকান্ডে পুড়ে গেছে মিলের চট, সুতা, মেশিনারিজসহ নানা উপকরণ। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনির পাঁচটি ইউনিটের ৯টি গাড়ি কাজ করছে। এ রিপোর্ট লেখো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল দমকল বাহিনী।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ভূইয়া বলেন, পাটজাত দ্রব্য হওয়ায় দ্রুত আগুন চারপাশে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। তবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি এখনো নির্ধারণ করা যায়নি।

বরিশালে দুই শতাধিক পানবরজ পুড়ে ছাই : বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামে অগ্নিকান্ডে দুই শতাধিক পানবরজ পুড়ে গেছে। গতকাল দুপুরে এই অগ্নিকান্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়। আগুন নেভাতে গিয়ে স্থানীয় পাঁচজন আহত হন। আগুনে আয়ের একমাত্র অবলম্বন হারিয়ে এখন দিশাহারা পানচাষী জুয়েল হাওলাদারের পরিবার। আখাউড়ায় ছয় দোকানে আগুন :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৬টি দোকান আগুনে পুড়ে গেছে। গতকাল বিকালে আখাউড়া পৌরশহরের রেলস্টেশন চত্বরে এ ঘটনা ঘটে। আখাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আলাউদ্দিন মনির জানান, বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর