শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
সুনামগঞ্জে সেতু ভেঙে ট্রাক খাদে

বিভিন্ন স্থানে সড়কে ঝরল ৮ প্রাণ

প্রতিদিন ডেস্ক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল ৮ প্রাণ

সুনামগঞ্জে সেতু ভেঙে ট্রাক খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এছাড়া কিশোরগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম ও মুন্সিগঞ্জে সড়কে প্রাণ গেছে শিক্ষক-শিক্ষার্থীসহ ছয়জনের। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-

সুনামগঞ্জ : বিশ্বম্ভরপুর উপজেলার রণবিদ্যা এলাকায় গতকাল বেইলি সেতু ভেঙে ট্রাক খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী এবং অটোরিকশা চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। পুলিশ জানায়, সদর উপজেলার দক্ষিণ রাজকুন্তি গ্রামের আব্দুল খালেকের ছেলে খায়রুল ইসলাম (২৭) ও মজনু মিয়ার ছেলে ছমিন মিয়া (৩০) বুধবার রাতে করিমগঞ্জ থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে একটি ট্রাক্টর পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আহত হন মোটরসাইকেলের দুই আরোহী। স্থানীয়রা তাদের কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা মামাতো-ফুফাতো ভাই বলে জানা গেছে। অপরদিকে গতকাল সকালে ট্রাকচাপায় মারা গেছে ইসরাত মাওয়া (৬) নামে এক শিশু। সে কিশোরগঞ্জ শহরের গাইটাল জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। স্কুল ছুটি শেষে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ইসরাত মাওয়া গাইটাল এলাকার এরশাদ মিয়ার মেয়ে। রংপুর : মিঠাপুকুর উপজেলায় গতকাল বাসচাপায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। নিহত আবদুল মজিদ (৫০) ফকিরহাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তার বাড়ি মিঠাপুকুর সদর থানা এলাকায়। কুড়িগ্রাম : রাজারহাট উপজেলার নাজিমখান সড়কে গতকাল দুপুরে ইজিবাইকের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম শমছেল হক (৫৫)। তার বাড়ি উলিপুর উপজেলার দলদলিয়া এলাকায়। মুন্সীগঞ্জ : শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকায় গতকাল ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দিলীপ রাজবংশী (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সর্বশেষ খবর