শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বালু ধসে এক শিশু নিহত, আহত ৩

নালিতাবাড়ী প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে অপরিকল্পিতভাবে উত্তোলিত বালুর স্তূপ ধসে সোহান নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও তিন শিশু। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী বালু উত্তোলনে ব্যবহৃত স্কেভেটর (ভেকু) ভাঙচুর করেছে। গতকাল সকালে গোবিন্দনগর গ্রামের ছয়আনীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোবিন্দনগর গ্রামের ছয়ানি পাড়ায় ভোগাই নদী থেকে অপরিকল্পিত উপায়ে উত্তোলিত বালু উঁচু করে বড় স্তূপ করে রাখা ছিল। বেলা ১১টার দিকে ওই গ্রামের রিকশাচালক আরিফুর রহমানের ছয় বছর বয়সী শিশু ছেলে সোহান তার সঙ্গীদের নিয়ে খেলতে যায়। একপর্যায়ে উপর থেকে বালু ধসে পড়লে সোহান ও তার তিন সঙ্গী বালুচাপা পড়ে। পরে আশপাশের লোকজন চারজনকেই উদ্ধার করে। তবে সোহানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর