রবিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বগুড়ায় বিআরটিসির ২১ বাস বিকল

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় বিআরটিসির ২১ বাস বিকল

বগুড়া ডিপোতে বিকল বিআরটিসির বাস -বাংলাদেশ প্রতিদিন

বগুড়ায় বিআরটিসির বাসের মান দিন দিন কমছে। একই বাস বিভিন্ন রুটে চলাচল করায় অতিরিক্ত চাপ সামাল দিতে না পেরে নষ্ট হচ্ছে গাড়ি। গত ১০ বছরে বগুড়া ডিপোতে বিআরটিসির অকেজো গাড়ি জমা পড়ে আছে ২১টি। এ সব গাড়ি মেরামত না করায় তাতে ক্ষয় ধরেছে। অনেকে বলছেন গাড়িগুলো মেরামত করে সচল করা গেলে রুট ও রাজস্ব আয় দুটিই বাড়তো। এদিকে বর্তমানে বগুড়ায় বিআরটিসির যে সব বাস চলছে তার অধিকাংশের ফিটনেস পরীক্ষা করা হয়নি। ফিটনেস ফাঁকি দিয়ে দিনের পর দিন চলাচল করছে বাসগুলো। জানা যায়, বগুড়া ডিপোর বাসের অর্ধেকের বেশি চলাচলের অনুপযোগী। জোড়াতালি দিয়ে কোনোভাবে চলছে বাসগুলো। বিভিন্ন সময়ে বিকল হওয়া ২১টি বাস সময়মতো মেরামত না করায় এখন তা ডিপোতেই পড়ে আছে। দেখভালের অভাবে বিকল বাসগুলো মরিচা পড়ে মাটিতে মিশে যাওয়ার অবস্থা হয়েছে। বিআরটিসি বগুড়া বাস ডিপো সূত্রে জানা যায়, এ ডিপো থেকে এক সময়ে ৬৭টি বাস চলাচল করতো। নতুন বাস সংযুক্ত না হওয়া এবং একই বাস বারবার চলার কারণে অকেজো হয়ে পড়েছে ২১টি। অকেজো গাড়ির তালিকা বিআরটিসির প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। লিখিতভাবে তালিকা দেওয়ার পর মৌখিকভাবেও গাড়িগুলো মেরামত করার প্রস্তাব করা হয়েছে। কিন্তু সে প্রস্তাবনা আলোর মুখ না দেখায় বাসগুলো ক্ষয়ে যেতে শুরু করেছে। বর্তমানে বগুড়া থেকে ৩২টি বাস চলাচল করছে প্রায় ২৫টি রুটে। ফিটনেস না থাকায় বগুড়া ডিপোর বাসের সড়ক কর, ফিটনেস ও অনুমিত আয়কর বকেয়া রয়েছে প্রায় ৩৯ লাখ টাকা। বগুড়া বিআরটিসির বাস ডিপো ম্যানেজার মফিজ উদ্দিন জানান, বগুড়া ডিপোকে নতুন করে সাজানোর চেষ্টা করা হচ্ছে। যে কয়টি বাস নষ্ট হয়ে আছে তা মেরামতের জন্য তালিকা কেন্দ্রীয় অফিসে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর