রবিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

শেখ হাসিনা বিচারহীনতার সংস্কৃতি দূর করেছেন

---- এনামুল হক শামীম

শরীয়তপুর প্রতিনিধি

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, জাতির পিতাকে হত্যার পর জেনারেল জিয়াউর রহমান বিচার বন্ধের জন্য ইনডেমনিটি জারি করেছিল। পরবর্তী অন্য সরকারগুলো সে ধারাবাহিকতা রেখেছিল। ১৯৯৬ সালে প্রথম আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ওই কালো অধ্যাদেশ তুলে দিয়ে শেখ হাসিনা বিচারহীনতার সংস্কৃতি দূর করেছেন। এখন মানুষ সঠিক বিচার পায়। কোনো অপরাধীই রেহাই পায় না। যেই অপরাধী হোক, তাকে বিচারের আওতায় আনা হয়। গতকাল বিকালে জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির বিদায়ী সভাপতি মির্জা হযরত আলীর সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর-১ আসনের এমপি ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের এমপি নাহিম রাজ্জাক, জেলা প্রশাসক কাজী আবু তাহের, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার প্রমুখ।

সর্বশেষ খবর