সোমবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু

বোয়ালমারী প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুবেল সার্জিক্যাল ক্লিনিকে হামিদা বেগম (৫০) নামে এক গৃহবধূর ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামিদা উপজেলার গঙ্গানন্দপুর গ্রামের বকুল মোল্যার স্ত্রী।

বকুল মোল্যা জানান, তার স্ত্রী জরায়ু ক্যান্সারে ভুগছিলেন। গত ৬ ফেব্রুয়ারি ওই ক্লিনিকে ডাক্তারের পরামর্শ নিতে আসেন তারা। এ সময় ক্লিনিক মালিক ফরিদুল আলম বলেন, ঢাকা থেকে বড় ডাক্তার এনে কম টাকায় আপনার অপরেশন করা হলে দ্রুত সুস্থ হয়ে যাবেন। ওই দিনই হামিদাকে অপারেশন থিয়েটারে নিয়ে সেবিকা আছিয়া বেগম নিজেই অস্ত্রোপাচার করেন। অপারেশনের পর থেকে হামিদা ক্লিনিকেই ভর্তি থাকেন। শনিবার বিকালে হামিদার মৃত্যু হয়। ক্লিনিক মালিক মৃত্যুর বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়ি করে রোগীর স্বজনদের জানান, এখনই রোগীকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর নিতে হবে বলে বেড থেকে নামিয়ে দেন।

ক্লিনিকের মালিক রুবেল বলেন, ‘অপারেশন করেছেন গোপালগঞ্জ মেডিকেল কলেজের ডাক্তার আলী আকবর। এ বিষয়ে জানতে হলে তাকে ফোন করুন’। ডা. আলী আকবর বলেন, ‘ওই রোগীর অপারেশন আমাকে দিয়ে করানো হয়নি। অহেতুক আমাকে জড়ানো হচ্ছে’।

ফরিদপুরের সিভিল সার্জন আবু জাহের জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ক্লিনিক মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর