মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এক পলক

অবশেষে বই পেল সেই শিক্ষার্থীরা

অবশেষে নতুন বই পেল নোয়াখালীর একটি ইবতেদায়ী মাদ্রাসার অর্ধশত প্রাক-প্রাথমিক শিক্ষার্থী। দেরিতে হলেও বই হাতে পেয়ে খুশি খুদে শিক্ষার্থীরা। তাদের বই না পাওয়ার বিষয়ে গত রবিবার বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশিত হয়। সদর উপজেলার করমুল্যা বাজারের উত্তর শুল্লকিয়া এলাকায় দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে গতকাল বই বিতরণ করেন নোয়াখালী ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক রেজ্জাকুল হায়দার। এ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

-নোয়াখালী প্রতিনিধি

ধর্মীয় গুরু নিখোঁজ

রাঙামাটির জুড়াছড়িতে এক ধর্মীয় গুরু (ভান্তে) নিখোঁজের খবর পাওয়া গেছে। নিখোঁজ ভান্তের নাম- ধর্মজিৎ। জুড়াছড়ি উপজেলার দুমদুম্যা বৌদ্ধ বিহার এলাকায় রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। পুলিশ উদ্যোগ নিয়ে এ বিষয়ে  তদন্ত চালাচ্ছে।

-রাঙামাটি প্রতিনিধি

সাবেক এমপিসহ ১৪ জন কারাগারে

পুলিশের ওপর হামলা ও কর্তব্যকাজে বাধা দেওয়ার মামলায় কিশোরগঞ্জের সাবেক এমপি কবীরউদ্দিন আহমেদ ও তার ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমনসহ বিএনপির ১৪ নেতা-কর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল তারা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তা নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। -কিশোরগঞ্জ প্রতিনিধি

ট্রেনে কাটা পড়ে মৃত্যু

বগুড়ার গাবতলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ গতকাল সকালে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। নিহতের আনুমানিক বয়স ৫০ বছর।

-নিজস্ব প্রতিবেদক, বগুড়া

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর