বুধবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এক পলক

পদ্মায় কুমির উদ্ধার

পাবনা সদর উপজেলার ভাড়ারায় গতকাল পদ্মা নদী থেকে কুমির উদ্ধার করেছে জেলেরা। পরে রাজশাহী বন বিভাগের লোকজন কুমিরটি নিয়ে যায়। স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে ভেসে আসা কুমিরটি পদ্মা নদীতে এখন পানি শুকিয়ে গেলে আটকা পড়ে। গতকাল বিকালে স্থানীয় লোকজন জালে কুমিরটি আটকে রেখে বন বিভাগে খবর দিলে উদ্ধার করা কুমিরটি তারা নিয়ে যায়। কুমিরটি দৈর্ঘ্যে আনুমানিক ৮ ফুট লম্বা। উদ্ধারকৃত কুমিরটি দেখতে শত শত লোকজন ভিড় করেন। 

-পাবনা প্রতিনিধি

পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি

গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর গ্রামে এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি হয়েছে। সোমবার রাত আনুমানিক দেড়টার দিকে গোপিনাথপুর হাসপাতালের পাশে পুলিশ সদস্য মো. ওমর আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।-গোপালগঞ্জ প্রতিনিধি

বিনামূল্যে স্বাস্থ্যসেবা

কুমিল্লার মেঘনা ভাওরখোলা মোয়াজ্জম ভূঁইয়া ও ফরিদা ফাউন্ডেশনের উদ্যোগে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় পাঁচ শতাধিক হতদরিদ্রকে বিনামূল্যে ফ্রি ব্যবস্থাপত্র, ওষুধ দেওয়া হয়। বিনামূল্যে স্বাস্থ্যসেবার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল ফজল মীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম, ইউএনও আফরোজা পারভীন, ওসি আব্দুল মজিদ প্রমুখ।

-দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর