বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

জমজমাট খেজুরগুড়ের হাট

চুয়াডাঙ্গা প্রতিনিধি

জমজমাট খেজুরগুড়ের হাট

দেশের অন্যতম বড় খেজুর গুড়ের হাট বসে চুয়াডাঙ্গার সরোজগঞ্জে। প্রতি শীত মৌসুমে সারা দেশ থেকে গুড় ব্যবসায়ীরা এখানে আসেন গুড় কিনতে। সপ্তাহের শুক্র ও সোমবার হাট বসে এখানে। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফর সূত্র জানায়, এ জেলায় রয়েছে তিন লক্ষাধিক খেজুর গাছ। এ সব গাছ থেকে চলতি মৌসুমে আড়াই হাজার মেট্রিক টন খেজুর গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে কৃষি বিভাগের। সরেজমিনে সরোজগঞ্জ হাটে গিয়ে দেখা যায় হাজার হাজার গুড়ের ভাড়। ব্যবসায়ীরা জানান, এ বছর ১০-১২ কেজি ওজনের এক ভাড় গুড় বিক্রি হচ্ছে এক হাজার টাকা থেকে এক হাজার ২০০ টাকায়। এ হাটের গুড়ের মান বেশ ভালো, তুলনামূলকভাবে দামও কম। এ কারণে দূর-দূরান্ত থেকে বেপারীরা এখানে আসেন গুড় কিনতে। সিরাজগঞ্জের গুড় ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, ‘আমি ১৫-১৬ বছর ধরে সরোজগঞ্জের এ হাটে আসি গুড় কিনতে। সিরাজগঞ্জ জেলায় চুয়াডাঙ্গার গুড়ের বিশেষ চাহিদা রয়েছে।’ সরোজগঞ্জ হাটের ইজারাদার জাহিদ হাসান জানান, চুয়াডাঙ্গার খেজুর গুড়ের বিশেষ বৈশিষ্ট্য হলো- এ গুড় ভেজালমুক্ত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর