বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এবারও লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ সেতাবগঞ্জ চিনিকল

আখ চাষিদের বকেয়া ৭ কোটি টাকা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকল লিমিটেড এবারও লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে। ২০১৮-১৯ আখ মাড়াই মৌসুমে এ চিনিকলের আওতাধীন চাষিদের প্রায় সাড়ে ৭ কোটি টাকা বকেয়া পড়েছে। সরবরাহ করা আখের মূল্য না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। প্রতিদিন মিলগেটে পাওনা টাকার জন্য ধরনা দিচ্ছেন। সেতাবগঞ্জ চিনিকল সূত্রে জানা যায়, গত বছরের ১৪ ডিসেম্বর সেতাবগঞ্জ চিনিকল মাড়াই মৌসুম শুরু করে। চার হাজার মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে মাড়াই শুরু হলেও গত ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ৫৬ কর্মদিবসে ৪৩ হাজার ৪৩২ মেট্রিকটন আখ মাড়াই করে দুই হাজার ৪৫১ মেট্রিকটন চিনি উৎপাদন করতে সক্ষম হয়েছে। পর্যাপ্ত আখের অভাবে মিলটি লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হয়েছে বলে দাবি মিল কর্তৃপক্ষের। মিলের আখচাষি সমিতির সভাপতি ফয়জুল আলম চৌধুরী বাবলু জানায়, সেতাবগঞ্জ চিনিকলের ২০১৮-২০১৯ আখ মাড়াই মৌসুমে প্রান্তিক আখচাষিদের সরবরাহ করা আখের মূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা বকেয়া পড়েছে। বকেয়া টাকা পরিশোধের জন্য গত ৪ ফেব্রুয়ারি আখচাষি সমিতির উদ্যোগে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর ২০০ আখচাষি স্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সর্বশেষ খবর