বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

চিকিৎসকদের অনুপস্থিতি ঠেকাতে কঠোর অবস্থান

শাস্তি হিসেবে দুর্গম এলাকায় বদলি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে কঠোর অবস্থান গ্রহণ করেছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়। কর্মস্থলে অনুপস্থিত থাকলে এবং বায়োমেট্রিক মেশিন ব্যবহারে বিরত থাকলে তাকে সরাসরি শাস্তি হিসেবে দুর্গম এলাকায় বদলি করার সিদ্ধান্ত হয়েছে। গত ১১ ফেব্রুয়ারি ‘আন্তঃবিভাগীয় বদলি ও পদায়ন কমিটি’র এক সভায় এ সিদ্ধান্ত হয়। চট্টগ্রাম বিভাগীয় (স্বাস্থ্য) পরিচালক ডা. মো. আবুল কাসেম বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে, আমরা ১০০ দিনের কর্মসূচি হাতে নিয়েছি। এই সময়ের মধ্যে যেসব চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত থাকবেন তাদের শাস্তি হিসেবে দুর্গম এলাকায় বদলি করা হবে। এ ব্যাপারে আমরা একটি পরিপত্র জারি করেছি। তাছাড়া দায়িত্বে অবহেলার বিষয়েও যদি কেউ সুনির্দিষ্ট অভিযোগ করেন, তাহলে সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শনকালে নির্দেশ দিয়ে বলেছিলেন কর্মক্ষেত্রে চিকিৎসক উপস্থিত না থাকলে সঙ্গে সঙ্গে তাকে ওএসডি করা হবে। তাছাড়া সরকারি হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক পদ্ধতি চালু করার কথাও বলেন।

সর্বশেষ খবর