বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

দুই গ্রামবাসীর সংঘর্ষ ভাঙচুর আহত ৩০

আড়াইহাজার প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষে ইউপি সদস্যসহ ৩০ জন আহত হয়েছে। উপজেলার বিশনন্দী বাজারে গতকাল বিকালে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চালাকালে বাজারের কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। এতে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে বিশনন্দী গ্রামের খোকনের জমিতে রোপণ করা গরুর ঘাষ তুলে নেয় দড়ি বিশনন্দী গ্রামের শাহনারা নামে এক মহিলা। এই নিয়ে খোকনের ছেলে শিকুর সঙ্গে শাহানারার ছেলে ওমর সানির তর্কবিতর্ক হয়। পরে শিকু ও তার ভাই রিফাত ওমর সানীকে মারধর করে। এই খবর দড়ি বিশনন্দী গ্রামে ছড়িয়ে পড়লে ওই গ্রামের লোকজন খোকনের বাড়িতে আক্রমণ করতে যায়। তখন দুই পক্ষে সংঘর্ষ বাধে। বেলা ৩টায় শুরু হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আহত হন দড়ি বিশনন্দী গ্রামের ইউপি সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীরসহ ৩০ জন। আড়াইহাজার থানার ওসি জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ খবর