শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পাঁচ বছরেও পায়নি স্থায়ী ক্যাম্পাস, নেই ছাত্রাবাস

নানা সংকটে রাঙামাটি মেডিকেল কলেজ

রাঙামাটি প্রতিনিধি

চালুর পর পাঁচ বছর পরও স্থায়ী ক্যাম্পাস পায়নি রাঙামাটি মেডিকেল কলেজ। শিক্ষার্থীদের জন্য নেই আবাসিক কোনো হোস্টেল। এ ছাড়াও রয়েছে নানামুখি সমস্যা। এ সব সংকটের মধ্যদিয়ে চলায় মুখ থুবড়ে পড়ছে মেডিকেল কলেজটির শিক্ষা কার্যক্রম। অধ্যক্ষ বলছেন, স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হলে বেশিরভাগ সমস্যা সমাধান হয়ে যাবে। ২০১৪ সালে অস্থায়ী ভবনে যাত্রা শুরু হয় রাঙামাটি মেডিকেল কলেজের। এর পর পাঁচ বছর কেটে গেলেও নির্মাণ হয়নি মেডিকেল কলেজের স্থায়ী কোনো ভবন। রাঙামাটি জেনারেল হাসপাতালের হৃদরোগ করোনারি বিভাগে চলছে মেডিকেল কলেজের সব কার্যক্রম। শ্রেণিকক্ষ সংকটের কারণে গাদাগাদি করে বসতে হয় শিক্ষার্থীদের। নেই মানসন্মত কোনো ল্যাইব্রেরি। স্থায়ী ক্যাম্পাস না থাকার পাশাপাশি আবাসিক হোস্টেলের সমস্যা নিয়ে উদ্বিগ্ন ছাত্র-ছাত্রীরা। রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক টিপু সুলতান বলেন, ‘অস্থায়ী ভবনটিতে পাঁচ ব্যাচের শিক্ষার্থীরা অধ্যয়নরত। স্থায়ী ক্যাম্পাস না থাকার কারণেই বেশি সংকট হচ্ছে’।

জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, ‘রাঙামাটি মেডিকেল কলেজের জন্য যে জমি বরাদ্দ দেওয়া হয়েছে তা অধিগ্রহণের সমস্যা প্রায় সমাধান হয়ে গেছে। শিগগিরই জমি মেডিকেল কলেজের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। জমি হয়ে গেলে ভবনের কাজও দ্রুত শুরু হবে।

সর্বশেষ খবর