শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সাত জেলায় সড়কে ঝরল ১১ প্রাণ

প্রতিদিন ডেস্ক

সাত জেলায় সড়ক দুর্ঘটনায় ১১ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে তিন স্কুল ও এক কলেজ শিক্ষার্থী রয়েছেন। প্রতিনিধিদের খবর -

সিরাজগঞ্জ : সদর উপজেলার চন্ডিদাসগাঁতী চারা বটতলা এলাকায় গতকাল বাস চাপায় সাবেক ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীর মৃত্যু হয়েছে। নিহতরা হলো, কালিয়া হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বনবাড়িয়া গ্রামের মৃত মজিবর রহমান মোল্লার ছেলে মিজানুর রহমান ও একই গ্রামের আব্দুল মজিদের ছেলে দুলাল হোসেন। এদিকে জেলার বেলকুচিতে ট্রাকচাপায় আব্বাস আলী (৩০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল আমবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্বাস আমবাড়িয়া পশ্চিমপাড় গ্রামের আব্দুল হামিদের ছেলে।

চট্টগ্রাম :  চট্টগ্রামে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা হলেন- রহিমা বেগম (৪৮) এবং সুমাইয়া আক্তার (১৩)। গতকাল দুপুরে বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। রংপুর : রংপুর নগরীর তাজহাট এলাকায় ট্রাক চাপায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- তাজহাট এলাকার শরিফুল ইসলামের পুত্র আকিব (১৪) ও শহরের বেতপট্রি এলাকার গৌরচন্দ্রের পুত্র সুমন চন্দ্র। নিহত ওই দুই স্কুলছাত্র তাজহাট উচ্চ বিদালয়ের ১০ শ্রেণির ছাত্র। পিরোজপুর : মঠবাড়িয়ায় ট্রাক চাপায় মটর সাইকেল আরোহী আরমান (১৬) নামের ১০ম শ্রেণির স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানীহাটি ডিগ্রি কলেজ মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় আকলিমা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল দুপুরে পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ঝালকাঠি :  রাজাপুরে পিকআপ ভ্যান চাপায় মোটর সাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী সাম্মি আক্তার মনি (১৬) নিহত হয়েছে। গতকাল বিকালে রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার গালুয়া গ্রামের টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর