শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

প্রধান শিক্ষকের মারপিটে দুই ছাত্র হাসপাতালে

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে দুই ছাত্রকে পিটিয়ে আহত করেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাদের উদ্ধার করে সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুই ছাত্র সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ও শিকারপুর গ্রামের সাইদুর রহমান সাইদের ছেলে সাইফুর রহমান শুভ এবং পুলিশ লাইন বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ও একই গ্রামের খোকন মালিথার ছেলে আল-আমিন। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ শিকারপুর আব্দুর রহমান জর্দ্দার মাধ্যমিক বিদ্যালয়ে। এ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনকে আসামি করে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। লিখিত অভিযোগে জানা গেছে বিদ্যালয় ছুটি থাকায় ওই দুই ছাত্র বৃহস্পতিবার দুপুরে নিজ গ্রামের বিদ্যালয়ের শহীদ নিমারের সিঁড়িতে বসে গল্প করছিল। এ সময় প্রধান শিক্ষক তাদের দুজনকে ধরে নিয়ে একটি কক্ষের মধ্যে আটকিয়ে এলোপাতাড়ি কিল, ঘুষি, চড়থাপ্পড় ও মাথার চুল ধরে ওয়ালের সঙ্গে ধাক্কা মারতে থাকে। এ সময় ওই দুই ছাত্রের ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে সদর হাসাপাতালে ভর্তি করে। অভিযুক্ত প্রধান শিক্ষক জানান, ওই দুই ছাত্র প্রায় সময় আমার বিদ্যালয়ে এসে বিশৃঙ্খলা করে। তাই আমি তাদের ডেকে বিদ্যালয়ে না আসার জন্য নিষেধ করে দিয়েছি। আমি তাদের মারধর করিনি। ওই দুই ছাত্র রুম থেকে বের হতে গিয়ে দরজায় ধাক্কা লেগে ফোলা জখম হতে পারে।

সর্বশেষ খবর