শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সড়ক সংস্কারে ধীরগতি

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

সড়ক সংস্কারে ধীরগতি

খানা-খন্দে ভরা ভাটেরচর-মেঘনা সড়ক - বাংলাদেশ প্রতিদিন

কুমিল্লার মেঘনা উপজেলা সদর থেকে ভাটেরচর পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার সড়ক এখন মানুষের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। পুরো রাস্তাটি ভাঙা এবং গর্তের কারণে চলাচলে বিঘœ ঘটছে। প্রতিনিয়ত যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এই এলাকার কয়েক লাখ মানুষ। রাস্তার উপরে পড়ে আছে ইট, বালু পাথর। এই রাস্তাটি উপজেলা মেঘনা থেকে ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশে যাওয়ার একমাত্র রাস্তা। লুটেরচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গাজী মকবুল হোসেন জানান - আমার এলাকার হাজার হাজার মানুষ ঠিকাদারের গাফিলতির কারণে ভোগান্তিতে পড়েছে।

মেঘনা উপজেলার প্রকৌশলী শাহাদাত হোসেন বলেন, যে পরিমাণ টাকার চুক্তিতে কাজটি করার কথা ছিল, কাজে হাত দেওয়ার পর  আরো ২০/২২ লাখ টাকার কাজ বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত অর্থ বরাদ্দের জন্য সমন্বয় কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করে ঊর্ধ্বতন কর্তপক্ষের কাছে পাঠানো হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর