শিরোনাম
শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

৮০০ টাকায় কিডনি ডায়ালাইসিস!

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে যুক্ত হয়েছে বহু প্রত্যাশিত ডায়ালাইসিস মেশিন। এতে মাত্র ৮০০ টাকায় মিলবে কিডনি ডায়ালাইসিস সুবিধা। এ সেবা বাবদ রোগীকে কিছুই কিনতে হবে না। গত ১৪ জানুয়ারি হাসপাতালের নতুন ভবনের নেফ্রলজি বিভাগে এই ডায়ালাইসিস মেশিনের কার্যক্রম শুরু হয়েছে। জানা যায়, এক হাজার শয্যার মমেক হাসপাতালে বিভিন্ন রোগের চিকিৎসাসহ পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকলেও কিডনি রোগীদের ডায়ালাইসিসের ব্যবস্থা ছিল না। ফলে চিকিৎসা নিতে আসা কিডনি রোগীদের ভর্তির পর ছুটতে হতো বিভিন্ন ল্যাবে। এতে গুনতে হতো মোটা অঙ্কের টাকা। এখন থেকে এই সেবা হাসপাতালেই মিলবে। হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে প্রতিদিন দুই শিফটে অন্তত ১২ জন কিডনি রোগী এই ডায়ালাইসিসের সুবিধা পাবেন। আগামী সপ্তাহের মধ্যেই আরও তিনটি ডায়ালাইসিস মেশিন যুক্ত হবে। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাসির উদ্দিন আহমেদ বলেন, এখন থেকে মাত্র ৮০০ টাকায় এখানে কিডনি ডায়ালাইসিস সেবা পাওয়া পাবে’। তিনি বলেন, চর্ম ও যৌন বিভাগে ইলেক্ট্রকোয়াটারি মেশিন ও কার্বন ডাই অক্সসাইড কোয়াটারি যন্ত্র কেনা হয়েছে। সব চর্ম সার্জারি এবং কানের পরীক্ষা এখন থেকে হাসপাতালে নামমাত্র মূল্যে করা যাবে। এছাড়া ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান মেশিনের কার্যক্রম আগামী এপ্রিল থেকে চালু হবে।

সর্বশেষ খবর