শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ফসল রক্ষাবাঁধের নির্মাণের কাজ দেখে প্রতিমন্ত্রীর অসন্তোষ

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে হাওরে আগামী মৌসুমের বোরো ফসল রক্ষাবাঁধের চলমান  নির্মাণ কাজের গুণগত মান ও অগ্রগতি দেখে অসস্তোষ প্রকাশ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। গতকাল সুনামগঞ্জ এক সরকারি সফরে গিয়ে তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরের বাঁধের নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি।

প্রতিমন্ত্রী নির্মাণ কাজের সঙ্গে সংশ্লিষ্টদের কাছে এ ব্যাপারে কৈফিয়ত চাইলে কেউ কোনো জবাব দিতে পারেননি।

হাওরের বাঁধ নির্মাণের সতর্ক দৃষ্টি রাখতে গণমাধ্যমকর্মীদের অনুরোধ করেন প্রতিমন্ত্রী।

নির্মাণ কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের কোন প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারীদের এলাকা না ছাড়তে নির্দেশ দেন তিনি। এ সময় জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী আবু বক্কর খান-সহ বাঁধ নির্মাণ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর