রবিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

শিক্ষার্থী আন্দোলনে উত্তাল হাবিপ্রবি

দিনাজপুর প্রতিনিধি

শিক্ষার্থী আন্দোলনে উত্তাল হাবিপ্রবি

শিক্ষার্থীদের সড়ক অবরোধ -বাংলাদেশ প্রতিদিন

শিক্ষার্থী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ক্যাম্পাস। ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে অব্যাহত আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের ২০১৯ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির ওরিয়েন্টেশন স্থগিত করা হয়েছে। হাবিপ্রবি প্রশাসনিক ভবনের সামনে থেকে শনিবার সকালে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাস ও দিনাজপুর-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে তারা উপাচার্যের বাসভবনের সামনে এবং দিনাজপুর-ঢাকা মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় ওরিয়েন্টেশনের ব্যানার আগুনে পুড়িয়ে দেওয়া হয়। বিকাল ৩টা পর্যন্ত শিক্ষার্থীদের অবস্থানের কারণে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে শুক্রবার ওরিয়েন্টেশন বন্ধের দাবি জানিয়েছিল বিশ্ববিদ্যালয়ের সিএসই ও বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন দাবির পরিপ্রেক্ষিতে ওরিয়েন্টেশন অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, নভেম্বর থেকে আমাদের ক্লাস-পরীক্ষা হচ্ছে না। আমরা চাই না নতুন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে এসে নোংরা রাজনীতি দেখুক। এ জন্য ভিসির কাছে আবেদন করেছিলাম, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার পর ওরিয়েন্টেশনের আয়োজন করুন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর সফিউল আলম বলেন, শিক্ষার্থীদের অনুরোধ ও তাদের আন্দোলনের প্রতি সম্মান দেখিয়ে ওরিয়েন্টেশন স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ পরে জানানো হবে।

উল্লেখ্য, ১৪ নভেম্বর থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত সহকারী অধ্যাপকরা কর্মবিরতি পালন করে আসছেন। আন্দোলনরত শিক্ষকের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রগতিশীল শিক্ষক ফোরাম। এর পর থেকে সিএসই, বিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগে ক্লাস-পরীক্ষা বন্ধ আছে। এর আগে ১৪ ফেব্রুয়ারি ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দিয়েছিল আন্দোলনরত শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর