রবিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

গোপালগঞ্জে উপজেলা নির্বাচনের হাওয়া

গোপালগঞ্জ প্রতিনিধি

পাঁচ উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ। উপজেলাগুলো হলোÑ টুঙ্গীপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী, মুকসুদপুর ও গোপালগঞ্জ। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে এ জেলঅর প্রার্থী ও ভোটারদের মধ্যে চলছে নানা গুঞ্জন। কারা প্রার্থী হবেন, কে পাবেন আওয়ামী লীগের মনোনয়ন-এ সব বিষয় নিয়ে সরগরম চায়ের দোকানগুলো। শহরের গুরুত্বপূর্ন মোড়ে ও গ্রামের হাট-বাজারে বিলবোর্ড টাঙ্গিয়ে প্রার্থীতার জানান দিচ্ছেন অনেকে। মনোনয়নের প্রত্যাশায় ভোটারদের চেয়ে দলীয় হাইকমান্ড নেতাদের কাছে লবিংয়ে ব্যস্ত তারা। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে প্রার্থীরা উপজেলা আওয়ামী লীগের মাধ্যমে জেলা কমিটির কাছে আবেদনপত্র জমা দিয়েছেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দলীয় কার্যালয় ঢাকার ধানমন্ডির অফিস থেকে দলীয় মনোনয়নের আবেদন ফরম ক্রয় করে দলীয় কার্যালয়েও জমা দিয়েছেন। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচন হবে তৃতীয় ধাপে ২৪ মার্চ। এ উপজেলা থেকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা হলেনÑ বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান বাচ্চু, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সিকদার নুর মোহাম্মদ দুলু, শেখ মো. ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক কাজী মনোয়ার হোসেন মন্টু, জেলা আওয়ামী লীগ সদস্য এসএম শাহ আলম, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম মিটু, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক এমবি সাইফ বি। এছাড়া সাবেক ছাত্রনেতা সুবোধ কুমার বিশ্বাস এবং সম্প্রতি জাসদ থেকে আওয়ামী লীগে যোগদানকারী মাহামুদ হোসেন দিপু। মনোনয়নপ্রত্যাশীদের ব্যাপারে গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী লিয়াকত আলী জানান, দলের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহন করা হয়েছে।

সর্বশেষ খবর