রবিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

হামলার পর এবার ঘরে আগুন দিল দুর্বৃত্তরা

অপহরণে বাধা দেওয়ার জের

ফরিদপুর প্রতিনিধি

জেলা শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় অপহরণে বাধা দেওয়ার জেরে এক পরিবারের লোকজনকে মারধরের পর এবার ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাড়ির মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

অগ্নিকান্ডের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ওসি এএফএম নাসিম জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, পশ্চিম খাবাসপুরের ওয়ার্ড যুবলীগ সভাপতি টিপু মাতুব্বরের মেয়েকে গত ৯ ফেব্রুয়ারি অপহরণ করার চেষ্টা চালায় একদল বখাটে। এ সময় দুর্বৃত্তরা বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্ট করে। তখন অপহরণকারীদের বাধা দেন প্রতিবেশী পলাশ রায় ও তার স্ত্রী। এতে ক্ষুব্ধ হয়ে সন্ত্রাসীরা পলাশ দম্পতিকে মারধর করে। হামলার ঘটনায় থানায় মামলা ও অভিযুক্ত একজনকে আটক করা হয়। এতে আরও ক্ষেপে যায় বখাটেরা। গত বৃহস্পতিবার আটক বখাটে ছাড়া পাওয়ার পর পলাশকে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়। শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা পলাশের ঘরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। টের পেয়ে তার স্ত্রী চিৎকার দিলে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। এর আগেই ঘরের বেশকিছু মালামাল পুড়ে যায়।

সর্বশেষ খবর