রবিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বাল্যবিয়ে প্রতিরোধে শপথ

নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় মাধ্যমিক পর্যায়ের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের সঙ্গে বাল্যবিয়ে প্রতিরোধের শপথ নিয়েছেন কাজি, ইমাম ও ইউপি সদস্যরা।

উপজেলার সাইলকোনা ডিগ্রি কলেজমাঠে শরিবার এ শপথ অনুষ্ঠানে অংশ নেন ফাগুয়াড়দিয়াড় ইউপির বিভিন্ন মসজিদের ২১ জন ইমাম, একজন কাজি এবং ৯ জন ইউপি সদস্য। ইউএনও নাসরিন বানু তাদের শপথ বাক্য পাঠ করান।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের বাস্তবায়নে কিশোরী সমাবেশের আয়োজন করে উপজেলা পরিষদ প্রশাসন। বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবা, বাল্যবিয়ে ও যৌতুক নিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক এ সমাবেশে প্রধান অতিথি থেকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বক্তৃতা করেন নাটোর স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম রাব্বী। ইউএনও নাসরিন বানুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর জাকিয়া সুলতানা, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জহুরুল ইসলাম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর