সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

দুই গ্রামবাসীর সংঘর্ষ গুলি ১০ পুলিশসহ আহত ৫০

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর উপজেলার সানেরপাড় এলাকায় দুই দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬৬ রাউন্ড রাবার বুলেট ও ৭ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। পুলিশের বুলেট ও গ্রামবাসীর ছোড়া ইট-পাটকেলের আঘাতে ১০ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ৫০ জন। আহতদের রাজৈর হাসপাতাল ও  স্থানীয় বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা হয়েছে। পুলিশ ঘটনায় জড়িত অভিযোগে আটজনকে আটক করেছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে ঢাকা-বরিশাল মহাসড়কের ওই স্থান দিয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় উভয় পাশে আটকা পড়ে শত শত যানবাহন। চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। স্থানীয় বাসিন্দা, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, রাজৈর থানা মোড়ে মধুবাজার নামের একটি শপিংমল উদ্বোধন অনুষ্ঠান ছিল শনিবার রাতে। অনুষ্ঠান শেষে মিষ্টি খাওয়া নিয়ে মোল্লাকান্দি গ্রামের সজলের সঙ্গে পাশের বেজেরবাড়ি গ্রামের ইমনের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাত সাড়ে ৮টার দিকে সংঘর্ষে জড়ায়। রাত ১১টা পর্যন্ত চলে হামলা-পাল্টা হামলা।

সর্বশেষ খবর