সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সোনার কলসের লোভ দেখিয়ে প্রতারণা

ফরিদপুর প্রতিনিধি

‘ঘরে দুটি সোনার কলস আছে। সেখানে পাওয়া যাবে দুই কোটি টাকার সোনা। বিষয়টি তিন কান হলে সব বিফলে যাবে।’ ভ- ফকিরের এমন প্রলোভনে গত ৮ মাসে প্রায় ২০ লাখ টাকা খুঁইয়েছেন আব্দুল বারেক নামে এক ব্যক্তি। ঘটনা জানাজানি হলে গত শনিবার স্থানীয়দের উপস্থিতিতে উদ্ধার করা হয় সোনালী রঙের জোরি মাখানো মাটির দলাসহ তামার দুটি খালি কলস। অভিযুক্ত ফকিরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ইছহাক ১৩ লাখ টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। আটক প্রতারকের নাম ইছহাক প্রামাণিক ওরফে ইছহাক ফকির (৪০)। বাড়ি ফরিদপুরের সদর উপজেলার শ্যামসুন্দরপুর গ্রামে। সেখানে ফকিরি আস্তানা গড়ে প্রায় এক যুগ ধরে তিনি প্রতারণা ব্যবসা চালিয়ে আসছেন।

সর্বশেষ খবর