সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মেয়র প্রার্থীর মা, স্ত্রী ও ভাইসহ ৭ জন আহত

গণসংযোগে হামলা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার উপনির্বাচনে মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজুর মা ও স্ত্রীর ওপর হামলা করা হয়েছে। হামলায় মেয়র প্রার্থীর মা রাশিদা বেগম, ভাই মোস্তাক আহম্মেদ ও স্ত্রী শাহিনুর বেগমসহ সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার বিকালে পৌরসভাধীন চাঁচড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজু অভিযোগ করেন, বিকালে তার মা রাশিদা বেগম ও স্ত্রী শাহিনুর বেগমের নেতৃত্বে ১০/১২ জন গণসংযোগে বের হন। বিকাল ৩টার দিকে তারা পৌরসভাধীন চাঁচড়া গ্রামে পৌঁছলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল ও তার লোকজন তাদের ওপর হামলা করে। এ ঘটনায় কালীগঞ্জ রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।

কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী হামলার ঘটনা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য, গত বছরের ২২ সেপ্টেম্বর মেয়র মকছেদ আলী বিশ্বাসের মৃত্যুতে কালীগঞ্জ পৌরসভার মেয়র পদ শূন্য হয়। এরপর নির্বাচন কমিশন উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটের দিন ধার্য করেন।

সর্বশেষ খবর